ধারাবাহিক নাট্যকাব্য (পর্ব-২ )
সুখ শিকার
নির্ঝর মুখোপাধ্যায়
নারী—
তার চেয়ে বরং
তুমিই এবার
বিদায় নাও তো দেখি
তখন থেকে
অহেতুক এক
ধরেছো যে বায়না।
পুরুষ-
বিদায় নেব ? বিদায় নেব আমি ?
এই যে নারী
এই মুহূর্তে উঠে পড়ো তো দেখি
আমিই মালিক এ পোড়া বনের
অবাক কাণ্ড একি—
তুমি থাকবে আমি যাব
মগের মুলুক নাকি ?
নারী—
এই পোড়া বন
মালিক তুমি তার
তোমার কথা শুনে
পাচ্ছে হাসি
বিচিত্র কারবার।
পুরুষ-
তা নয়তো কি ?
জানো কত পরিশ্রমে
এমন রেখেছি,
এ বন জ্বালিয়ে দিয়েছি ?
চাই না আমি চাই না কেউ আসুক
এই শ্মশান মাঝেই
আমার মনে
শান্তি বীণা বাজুক।
অনুরোধ তাই তোমায় আমি
করছি বারে বার
খোঁজার জন্য
এই স্থানে তে
পাবে না কিছু আর।
নারী—
( কাঁদতে কাঁদতে )
থাকতে আমার ভারীই গেছে বয়ে
ছুটছিলাম তার পিছু পিছু
তুমিই এলে ধেয়ে
ধাক্কা যদি না দিতে ঠিক
ধরতাম সেই মেয়ে।
পুরুষ—
তার জন্য দায়ী করছো কাকে ?
নারী---
তুমি ছাড়া এ পোড়া বনে
আর কেই বা থাকে ?
পুরুষ—
তুমি তো ভারী আজব নারী দেখি
কোন রাস্তায় ছুটে মরছ
চেয়ে দেখছো না কি ?
কোথা থেকে হুড়মুড়িয়ে
পড়লে এসে ঘাড়ে
এখন বলছো দোষী আমি
আজব কথা বাহ রে !
নারী—
বেশ তো তাতে হয়েছে টা কি ?
পুরুষ—
হয়েছে টা কি ?
বলেছো তো বেশ—
ছুটে এলে, ঘাড়ে পড়লে
কেঁদে কেটে শুয়ে পড়লে
দিনটা আমার দিলে নষ্ট করে ।
কোথায় একটু দুঃখ পাবে
তার বদলে চোখ রাঙ্গালে
হয়েছে টা কি বলছো এসে
নাকি কান্নার সুরে ।
নারী—
আচ্ছা আমার ভুল হয়েছে
দুঃখ আমার প্রকাশ করছি এই
ছুট্টে আসা, ধাক্কা মারা
দিন্টা তোমার নষ্ট করা,
ছিলনা আমার এমন অভিপ্রায়
হঠাৎ করে ঘটে গেল
ছিলাম নিরুপায়।
কিন্তু আমার অবস্থা যা হয়েছে বর্তমানে
আর কিছক্ষণ থাকতে হবে পুড়ে যাওয়া এই বনে
মাজায় আমার হচ্ছে ব্যাথার বোধ
আর কিছুক্ষণ থাকবো আমার রাখো অনুরোধ
পুরুষ—
কি বলছো ?
চোট লেগেছে তোমার ?
কি আর করি, থাকো একটু
আপত্তি নেই আমার।
তবে মনে রেখ এটা নেহাত
কিছুক্ষণের ব্যাপার
একটু সুস্থ হলেই যাবে
এধার থেকে ওধার।
নারী—
এবার তবে জিরোই একটু বসে।
( নারী , পুরুষ দুজনেই নাক দিয়ে কিছু একটা সোঁকে )
পুরুষ—
হাওয়ায় যেন কিসের গন্ধ ভাসে...
নারী—
তবে কি সেই মেয়ে রয়েছে আমার আশেপাশে ?
পুরুষ—
( হঠাৎ মাটিতে এক কণা ঘাস দেখে লাফিয়ে ওঠে )
কি সর্বনাশ ঘাসের একটা ডগা
এই যে দিলাম উপড়ে এক্ষুণি
নারী—
উন্মাদ তো দেখেছি অনেক
দেখিনি এমনি
পুরুষ--
তুমি যত গোড়া নষ্টের
তোমার যত দোষ
কর্তব্যে করেছি হেলা
হচ্ছে যে আপসোস
আমি এখন কাজ করবো
সরাবো জঞ্জাল
মিছে আমায় বকিয়ো নাকো
করো না গোলমাল।
( পুরুষ পাগলের মতো ঝাড়ু চালিয়ে পরিষ্কার করতে থাকে)
নারী—
করছোটা কি
পাগল হলে নাকি ?
চলবে...
----------------------------------------------------------------
প্রকাশিত এই ধারাবাহিক নাট্যকাব্যটি প্রতি বুধবারে অঙ্কুরীশা-র পাতায় ক্লিক করে পড়ুন ও পড়ান।
মতামত জানান।
ankurishapatrika@gmail. com
----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন