শনিবার, ২ জানুয়ারি, ২০২১

বইমেলা সংখ্যার গল্প। ফুড়ুৎ পাখি — জয়ন্ত চট্টোপাধ্যায়

 




বইমেলা সংখ্যার গল্প   

ফুড়ুৎ পাখি    

জয়ন্ত চট্টোপাধ্যায়

কখনো ভাবিনি কাঠগড়ায় দাঁড়াতে হবে।আমি জয়দেব মিত্র একটা গ্রাম পঞ্চায়েতের
কর্তা।অফিসে চুরির প্রচেষ্টার জন্য থানায় FIR করেছিলুম।তদন্ত করেও কেউ ধরা
পড়েনি।পুলিশি তদন্ত সম্পর্কে আমার মতামত এবং কেস আর চালাতে চাই কিনা তা
জানতেই ডাক।নোটিশ মতো বেলা এগারোটার অনেক আগেই আমি হাজির।
উকিলদের হাত এড়িয়ে পুলিশ কোর্টে ঢুকি। GRO সাহেব খুব ভদ্র আমার মতামত
জানাবার জন্য একটা সাদা কাগজ এগিয়ে দিলেন।লেখার পর বলেন,বেলা ঠিক
দেড়টায় ACJM সাহেবের কোর্টের সামনে এসে দাঁড়াতে হবে।নির্ধারিত সময়ে পুলিশ
কর্তাদের একজন বললেন,আপনি ভিতরের বেঞ্চে গিয়ে বসুন।কেসের শুনানি শুরু
হোলো।কেস বলতে শুধু গরিব মানুষগুলোর মারামারির জন্য পরবর্তী মামলার দিন
ঘোষণা। আমার ডাক আর পড়ে না।হঠাৎ হইহই করে কয়েকজন এজলাসে ঢুকে
পড়লো।দেখি এক অতি সুন্দরী কমবয়সি বধূ,সুন্দর এক যুবক,আর হতদরিদ্র
শুকনো মুখ একটি শ্যামলা যুবক।বাইরে আরও কয়েকজন। শুনানি জমে গেলো
ACJM সাহেবের প্রশ্নে এবং উকিলবাবুদের তর্কে।
সসংকোচে এক পুলিশকর্মীকে প্রশ্ন করি,ব্যাপারটা কী?
গোলগোল চোখ করে অদ্ভুত মুখভঙ্গিমায় তিনি উত্তর দেন,বুঝলেন না -- এটা ফুড়ুৎ
কেস!তাঁর দাঁত বের করা বিকৃত হাসি দেখে গা টা গুলিয়ে ওঠে আমার। বুঝলুম, সুন্দরী
বধূটি কারও সঙ্গে গৃহত্যাগ করেছে।
  বাদী-বিবাদী-আইনজীবীদের সংলাপে জানলুম মাত্র বাইশ বছরের ওই বধূ সুন্দর বর
আর ভালো ঘর ত্যাগ করে স্বেচ্ছায় ওই হতদরিদ্র ফুচকাওয়ালার সঙ্গে চলে যায়।পুলিশ
কেস হওয়ায় কোর্টে হাজির।মেয়েটি নির্দ্বিধায় বলে কোনোমতেই সে তার স্বামী অর্থাৎ সেই
হ্যান্ডসাম ধনী যুবকের সঙ্গে সংসার করবে না,সেই ফুচকাওয়ালাই তার মনের মানুষ আর
তাকে না পেলে সে সুইসাইড করবে।
  অবাক হলুম,বাকি তর্ক-বিতর্ক আর আমার মাথায় ঢোকে না,মানুষের জটিল মনের
গোলকধাঁধা আমি চিনি না।কত অভাবনীয় ঘটনাই যে ঘটে! আমি ভাবতে থাকি...
আমার চোখের সামনে তখন দুটো ছোট্ট পাখি নীল আকাশে উড়ছে,গান গাইছে...
বাসা নেই,খাবারের নিশ্চয়তা নেই...তবু তারা উড়ছে ফুড়ুৎ ফুড়ুৎ....




--------------------------------------------------------------------------------------------

      এই বিভাগে আপনিও  মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। মতামত জানান। 


ankurishapatrika@gmail. com

---------------------------------------------------------------------------------------------                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন