একগুচ্ছ শাইকু
তপন বন্দ্যোপাধ্যায়
১
সেদিন বিকেলে প্রিন্সেপ ঘাটে বসে আছি তুমি আমি
দেখি দিনশিখা দৌড়ে দৌড়ে পার হচ্ছেন সেতু
জলে তাঁর ছায়া কায়াকে ধরতে স্রোতে ভেসে দ্রুতগামী
দুজনেরই তাড়া পার হওয়া চাই সন্ধে নামছে যেহেতু
২.
তুমি বলেছিলে কোনও একদিন আগাম ভাবনা না-ভেবে
বেরিয়ে পড়বে লোটাকম্বল কাঁধে তুলে নিয়ে শুধু দোকা
পথে খু্ঁজে পাবে মোহরের থলি প্রকৃতি সেদিন যা দেবে
পাওয়াও গেল ফুটে আছে গাছে রডোডেনড্রন থোকা- থোকা।
৩.
মনে কি পড়ে এক সন্ধেয় সরোবরে পাশাপাশি
একটিও কথা বলছি না কেউ অথচ বলছি অনেক
নৈঃশব্দ্যেও শুধু যেন শুনি, 'ভালোবাসি, ভালোবাসি'
আর সব কিছু অ্যান্টিক হয় শুধু প্রেম ব্যতিরেক।
৪.
সারাটা পৃথিবী ঘুমিয়ে যখন আমি উঠি ঠিক জেগে
তোমার আসার মুহূর্ত গুনে থাকি রোজ উদবেগে
কোন দূর পুবে হঠাৎ ঝলক লাল উড়নির শিখা
রোজ আসো তবু রোজ রাজসিক রোজই যেন আধুনিকা।
৫.
জলের সমীপে তুমি গিয়েছিলে বুঝি লক্ষ্যহীন
বলোনি আসবে কবে--দেওয়ালে কাটছি রোজ দাগ
ডায়েরির পৃষ্ঠা দেখি, কেটে যায় অপর্যাপ্ত দিন
অপেক্ষা এমনই যে, দিনে দিনে বাড়ে অনুরাগ।
৬.
সাতসকালে কে তুই এলি সবুজ বনে হলুদ পাখি
তুই কি তার দূত হয়েছিস নিবি আমার তত্ত্বতালাস
যেমন ছিলাম তেমনি আছি হয়নি তেমন ফারাক-ই
বলিস তাকে বাউণ্ডুলে চিরটাকাল থাকে বিন্দাস।
৭.
তুমি তখন একলা জেগে আমি ছিলাম অনেক দূরে
একশো পাল উড়িয়ে ফিরি পথ যেন আর ফুরোচ্ছে না
চিরকুটে যে-ঠিকানা লেখা সাকিন ও ডাক অচিনপুরে
খুঁজছি কত , পৌঁছোবই হোক না পথ যত অচেনা।
---------------------------------------------------------------------
পড়ুন ও পড়ান। মতামত জানান।
ankurishapatrika@gmai.. com
----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন