গুচ্ছ কবিতা
গৌতম হাজরা
মুখ/১
খিড়কির পাল্লা খুলে গেলে
কে যেন আজও উঁকি দিয়ে যায়।
তখন থমকে দাঁড়াই। নিজেকে ধাতস্থ করি।
তারপর এগিয়ে যাই একটু একটু করে
দেখি, কে উঁকি মেরেছিল এই অসময়ে আমারই অলক্ষ্যে?
বাইরে তাকাই। দেখি কেউ নেই। শুনশান বাতাস।
ভাবতে থাকি তবে কি আমারই ভুল?
না কি সেইসব মুখ
যারা একদিন অজান্তে নিজের মুখের মতো উঁকি দিয়েছিল!
মুখ/২
একটা মুখের পাশে আরেকটা মুখ
এভাবেই অনেক অনেক মুখ বেরিয়ে আসে
খোলা রাস্তায়
তখন আমিও তাদের পিছু নিই
পায়ে পা মেলাই
হাঁটতে হাঁটতে চলে যাই কোনোখানে
যেখানে তুমি নেই, আমি নেই, আত্মীয়স্বজনও
শুধু মুখের মধ্যে মুখ, মুখেতেই হারায়!
মুখ/৩
নিঃশব্দে কথা বলছো খুব
নিঃশব্দে অনেক মুখের কথা
মুখ ও মুখোশের সুখ দুঃখ
আর মুখ ও মুখোশের ব্যথা।
মুখের মধ্যে মুখ এগুলে পিছুলে
মুখের বাতাস হয় ভারি
মুখ ভিজে যায় কান্নার জলে
তবু মুখ ভিন্ন করতে পারি?
নিঃশব্দে মুখের কথা বলছো
মুখ যখন মুখের মধ্যে নেই
মুখের ছন্দপতন হলে
মুখ ফেরে মুখোশের কাছেই?
মুখ/৪
অনেকটা হেঁটে যাওয়ার পর মনে হল
আসল মুখ টাকে ফেলে এসেছি শোবার ঘরে
তাই আবার বাড়ি ফিরে এলাম
তন্নতন্ন করে খুঁজতে লাগলাম কোথায় সে মুখ?
খুঁজলাম বালিশের নিচে, তোশকের তলায়, গোপন ড্রয়ারে
কিন্তু কোথাও মুখের হদিস পেলাম না
তবে কি মূখটাকেই আমি ফেলে এলাম রাস্তার ফুটপাতে?
মুখ/৫
মাঝে মাঝে মনে হয়
এই মুখ অপমানিতের
এই মুখ প্রান্তরেখা বরাবর
কেবল ছুঁয়ে থাকা।
অভিমান, তাও নয়
তবে কি প্রতির্স্পধাহীন
না কি, হীনমন্যতার শর্তাবলী
পারস্পরিক সম্পর্কহীন?
আসলে, গণতন্ত্রে মুখ আর মুখের মধ্যে বিভেদ অনেক
মুখ এখন একান্ত পরাধীন!
---------------------------------------------------------------------
এই বিভাগে আপনিও আপনার অপ্রকাশিত সেরা লেখাটি পাঠান।
ankurishapatrika@gmail. com
---------------------------------------------------------------------


খুব ভালো লাগলো আপনার কবিতা। মুখ যেন আয়না।
উত্তরমুছুনসুন্দর!কবিতাগুলো পড়ে ভালো লাগলো। অভিনন্দন।(গৌতম বাড়ই)
উত্তরমুছুন