রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ধারাবাহিক।। বিশেষ নিবন্ধ।। উৎসব- উৎস, বৈচিত্র্য, প্রভাব ও কার্যকারিতা ( পর্ব-২) পার্থ সারথি চক্রবর্তী

 




উৎসব- উৎস, বৈচিত্র্য,  প্রভাব ও কার্যকারিতা ( পর্ব-২)

পার্থ সারথি চক্রবর্তী 


সোজাসাপটা ভাবে যদি বলা যায়,  আনন্দ অনুষ্ঠানই হলো উৎসব। তা সে সাধারণত সামাজিক,  ধর্মীয় ও ঐতিহ্যগত যে প্রেক্ষাপটেই হোক না কেন! আদিম কালে যে উৎসবের সূচনা হয়েছিল, তা বিবর্তিত হয়ে আসছে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে। কালের অভিঘাতে তাদের কোন কোনটা হারিয়ে গেছে কালের গহ্বরে। আবার অনেক নতুন উৎসবের সৃষ্টি হয়েছে।
পর্যবক্ষেণ করলে দেখা যায় উৎসবসমূহের কোনটা সমাজভিত্তিক বা জাতীয়তাবাদের  উপর ভিত্তি করে। আবার পরিবারকেন্দ্রিকতার পরিধি অতিক্রম করে কখনো বা সামগ্রিক বা সামাজিক হয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রাক প্রস্তরযুগে ফিরে গেলে দেখা যাবে, আদিম সমাজে বেঁচে থাকা ও তার জন্য খাবার সংগ্রহ করা ছিল মানুষের মূল লক্ষ্য। তাই নির্ভর করতে হোত শিকারের উপর। তাই সেই যুগে খাদ্য সংগ্রহ করার বাসনাকে কেন্দ্র করে প্রথম সূত্রপাত হয় উৎসবের। সময়ের সাথে সেগুলোর প্রকৃতি ও  ধরন বদলেছে বারবার। যদিও বেঁচে থাকাই হোক বা জীবন নির্বাহ করার জন্য খাবার সংগ্রহ করাই হোক, সব অনুষ্ঠানের মূলেই ছিল আনন্দ লাভ করা। কাজেই সময় যতই বদলাক, উৎসবের ভিত্তি ছিল যৌথ বা সামূহিক কাজের সম্মীলনী। আমরা বিভিন্ন ছবি বা গুহালিপি পর্যবেক্ষণ করলে দেখতে পাই, সফল শিকারের পর বা খাদ্য উৎপাদন বা সংগ্রহ করার পর মানুষ মেতে ওঠে আনন্দে। হয়তো সেটাই উৎসবের প্রথম সূত্রপাত। মানুষ যখন ধীরে ধীরে কৃষিকাজে লিপ্ত হতে শুরু করল, তখন আবার আকারে ও প্রকারে ভিন্ন কিছু উৎসবে সামিল হতে থাকে। আবার কিছু উৎসবেরও সূত্র পাওয়া যায় যেখানে অতিপ্রাকৃতিক (Supernatural) শক্তিকে বশ করে বাগে আনার চেষ্টা করতে দেখা যায়। আদিম কালে খাদ্য উৎসব এবং দেব-দেবীকে ধন্যবাদ জ্ঞাপন করার উৎসবের(Thanksgiving Ceremony) চল ছিল বলে জানা যায়।




প্রাচীন গ্রীস ও রোমে, সামাজিক ও রাজনৈতিক তথা ধর্মীয় প্রেক্ষাপটে 'Saturnalia' বলে একটা উৎসবের প্রচলন ছিল,  যা আজো পরিবর্তিত হয়ে বিদ্যমান আছে। এই উৎসব দেবতা  'Saturn' এর প্রতি উৎসর্গীকৃত। সাধারণত ১৭-২৩ ডিসেম্বর সময়কালে আজো তা পালিত হয়। মানুষ ফুলের তোড়া,  উপহার সাজিয়ে দেয়। নানা আনন্দে, সামাজিকতায় এমনকি জুয়া খেলাতেও মানুষ মেতে ওঠে। এমনকি মালিকেরা তাদের ভৃত্যদের জন্য টেবিলে খাবার পরিবেশন করে থাকে। মজার ব্যাপার হলো তখন একজনকে ' রাজা ' নির্বাচিত করা হয়, যিনি অন্য সবাইকে নির্দেশ দেন । গ্রীক কবি ক্যাটালাস ওই দিনগুলোকে বছরের সেরা দিন হিসেবে চিহ্নিত করেছেন।
আবার ফিলিপিন্সের আধুনিক সমাজব্যবস্থায় অনেক উৎসব প্রচলিত আছে। বছরের প্রতি দিনই কমকরে একটি উৎসব পালিত হয়। আনুমানিক ৪২০০০ উৎসব,  ছোট বড় মিলিয়ে,  প্রচলিত। ইংরেজিতে 'Festival 'শব্দটি চতুর্দশ শতকে ফরাসি ভাষা থেকে উৎপত্তি ব'লে জানা যায়। ' Feast ' বলতে সাধারণত ধর্মনিরপেক্ষ প্রেক্ষাপটেই ব্যবহার করা হয়। আবার আরবী শব্দ  'Gala ' উৎসবকে বোঝায়।

রকমফের -

ধর্মীয় উৎসব: সারা বিশ্ব জুড়ে হাজার হাজার ধর্মীয় উৎসব পালিত হয়। এগুলো সাধারণত দেব-দেবীর সম্মানে ও তাদের প্রতি ভক্তি প্রদর্শন করতে পালিত হয়। এগুলোর কোনটি পরিবর্তনশীল যেমন ইস্টার(Easter) বা Eid al-Adha ঐর মত উৎসবগুলো চাঁদের দিনক্ষণ বা ফসল তোলার দিনের উপর নির্ভর করে। মিশরের Sed festival ফেরাওদের শাসনের স্মরণে, দেব-দেবীতুল্য জ্ঞানে পালিত হয়। ক্রিসমাস, দুর্গাপূজা, দীপাবলি, হোলি, কৃষ্নাষ্ঠমী, বুদ্ধপূর্ণিমা, বৈশাখী এগুলো সব ধর্মীয় উৎসব।

শিল্প কলা উৎসব: এগুলোর মধ্যে দিয়ে  শৈল্পিক সত্তা ও সৃজনশীল সত্তার স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে বিজ্ঞান উৎসব, সাহিত্য ও সঙ্গীত উৎসবও বিদ্যমান। বিভিন্ন দেশে কবিতা উৎসব, জ্যাজ ও রক সঙ্গীত উৎসব রয়েছে। ফিল্ম উৎসব এক অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় উৎসব।

পানাহার উৎসব: খাদ্য উৎসব এক অতীব জনপ্রিয় উৎসব। বিভিন্ন দেশে বিভিন্ন রূপে নানা আঙ্গিকে এই উৎসব পালিত হয়।

মরশুমি উৎসব: সূর্য আর চন্দ্রের উদয়কাল ও বিভিন্ন দশার উপর নির্ভর করে কতগুলো উৎসব পালিত হয়। Harvest festval হলো তার জনপ্রিয় রূপ। মিশরে নীল নদকে কেন্দ্র করে কৃষি উৎসব খুব জনপ্রিয়।  Alps এ Autumn এ গবাদি পশুকে ঘিরে Almabtrieb নামক এক উৎসব পালিত হয়। এরকম অনেক উদাহরণ খুঁজলে পাওয়া যেতে পারে।




(চলবে)
---------------------------------------------------------------------------------     

তথ্যসূত্র: Festival portal, উৎসব বিবরণী ।
--------------------------------------------------------------------------------
পড়ুন ও পড়ান
ankurishapatrika@gmail.com
--------------------------------------------------------------------------------             





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন