হারানো রূপকথা ( দীর্ঘ কবিতা)
রবীন বসু
তোকে আর মনে পড়ে না।
তোকে আর একদম মনে পড়ে না…
ঝাপসা স্মৃতি হয়ে শ্যাওলার মত
গভীর এক অতল জলে পড়ে আছিস ;
আমার যাবতীয় ব্যথা, অসহায় বিষাদ নিয়ে
হারানো রূপকথা খোঁজে বিকেলের ছায়া।
মায়াপুর থেকে অলৌকিক যে হাওয়ারা এলো
তারাও কোন হদিশ দিতে পারল না তোর---
কবে, কতদিন আগে কোন্ সে দোলের সকালে
তোকে প্রথম ছুঁয়ে ছিলাম; আবির মাখিয়ে ছিলাম--
আজ এতদিন পর, আত্মভুক সময় মাড়িয়ে
চরকি-জীবনের চলাচল ঘিরে
তুই কোথায় হারিয়ে গেলি
আমার প্রথম প্রেম, প্রথম স্পর্শ!
প্রথম চুমুর কথা মনে আছে? সেই দুর্দান্ত শিহরণ!
সেটা ছিল আমার এক জন্মদিন।
তুই এলি আমার দোতলার একলা ঘরে ;
দুঃসাহস ভর করেছিল আমার
ছিটকিনি তুলে দিয়ে বললাম, জন্মদিনে আমায়
কী উপহার দিবি? দেখা কী এনেছিস?
তুই মিষ্টি হাসলি, রহস্য ছড়ালো তোর গ্রীবায়
কী চাই তোর বল্…যা চাইবি দেব।
প্রত্যাশা-উন্মুখ আমি বলে উঠি,
দে তবে আমায় যা আগে দিসনি…
কী দেব… কী… আমি চকিতে তোকে
দু' বাহুতে জড়িয়ে নিয়ে অধরে অধর রেখে
চুমু খেলাম, অমৃত সুধা পান…
চোখ বন্ধ ছিল তোর,
আমার বুকের মধ্যে তির তির করে কাঁপছিলিস…
সেই আমাদের প্রথম সোহাগ-চুম্বন!
আজ এতদিন পর, তোকে ঠিক
তেমন ভাবে মনে পড়ে না; কিংবা বলা যায়
তোর স্মৃতি ছাড়া
আজ আর কিছুই অবশিষ্ট পড়ে নেই…
সে এক দূরত্ব দিন, সে এক কলেজ জীবন।
দূর দেশে ভেসে গেলি, দূর মহাদেশ
অচেনা শহর, লোক, অচেনা আকাশ
সূর্যোদয় সূর্যাস্ত ছিল তবু মন খারাপ।
স্মৃতি রেখে চলে গেলি বিস্মৃতির ঝাপ
আনমনা তোকে যেন ভূতে পেয়েছিল।
মন নেই, মন নেই বাদামি পাতা
লেকচার ভেসে গেল বিষণ্ণ খাতা!
এত কথা জানি আমি, এত ভালোবাসা
অনলাইনে এসে তুই বলে যাস কথা।
কত ব্যথা, কত কষ্ট---কত মিস্ করিস
আমি শুধু দুঃখ ভুলে চাই, তুই যেন হাসিস।
সব কথা বন্ধ হল, সংকেত হারালো
লিঙ্ক যেন কেটে গেল, হৃদয় ঝাঁপালো।
সেকেণ্ড সেমেস্টার থেকে ফোন বন্ধ হল
অন্তর্জালে জটিলতা ভালোবাসা হারলো।
সেই থেকে ছেলে দেখে শূন্য দুপুর
ধূ ধূ রোদে পুড়ে যায় মনের পুকুর।
সে মেয়ে আসেনি আর তেমন ভাবে
যেভাবে গিয়েছিল একদিন সেভাবে।
ফিরে এলো অন্য মেয়ে, অন্য হাত ধরে
স্মৃতির সরণি বেয়ে অন্য রোদ খেলা করে।
আজ ছেলে বড্ড একা, ঘুম নেই চোখে
স্বপ্নে নয় জেগে জেগে কাকে যেন খোঁজে।
কাকে খোঁজে? কাকে চায় শরীর আতিপাতি
সে মেয়ে অন্য ঘরে, জ্যোৎস্নায় মাখামাখি।
অভিমানে দুই চোখ জলে ভরে আজ
ঠোঁটদুটি ফুলে ওঠে বাঁকানো এস্রাজ।
তোর কথা ভুলে গেছি, তুই চলে যা
কিচ্ছু চাইনা আমার, কিচ্ছু চাইনা
হারানো রূপকথা, তোকে আর মনে পড়েনা ।
আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুন