আতা গাছে তোতা
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে হিম
খবর শুনেই রাজা মশাই
মাখতে থাকে নিম।
আতা গাছে পাতা আছে
ডালিম ফুলে শোভা
বাগানে ঘুরে রাজা মশাই
হঠাৎ হলো বোবা।
আতার ডালে পাখি ডাকে
নদীর জলে হাঁস
এতোল-বেতোল ভাবছে রাজা
একশো এক মাস।
আতা গাছে আতর মেখে
কাতর তোতা পাখি
সপ্ত-সুরের ছন্দ মাতন
বলো কোথায় রাখি।
ছোট্ট মেয়ে চার জনা
সায়নী নামের ছোট্ট মেয়ে
কলমি লতা তোলে
সেই সময়ে দোয়েল- ফিয়ে
গাছের ডালে দোলে।
সুইটি নামের ছোট্ট মেয়ে
দুলিয়ে চলে বেণী
বেনীর ডগায় ফুলকে দেখে
মিয়াঁও ডাকে মেনি।
সহেলি নামের ছোট্ট মেয়ে
নাইতে নামে জলে
সবুজ পাহাড় অবুঝ আকাশ
যেথায় কথা বলে।
সেরিনা নামের ছোট্ট মেয়ে
দু'চোখ ভরে দ্যাখে
অবাক চোখে সেই মেয়েটি
চাঁদের আলো মাখে।
বিশ্বজয়ের স্বাদ
শাপলা ফোটে শালুক ফোটে
ফোটে হাজার ফুল
ডালিয়া রাণী ফুল তুলছে
ভেবে না পায় কুল।
শাপলা ভেবে শালুক তোলে
পদ্ম ভেবে পাতা
ফুলের সাজি ফেলে দিয়েই
দোলায় শুধু মাথা।
ডালিয়া রাণী দুলিয়ে বেণী
নুপুর পায়ে নাচে
নুপুর ধ্বনি ছড়িয়ে পড়ে
পুকুর -পাহাড়- গাছে।
গাছ নাচছে মাছ নাচছে
নাচছে দূরের চাঁদ
সেই মেয়েটির পায়ে -পায়ে
বিশ্ব জয়ের স্বাদ ।
রূপের খেলা
সবুজ বনে কোয়েল ডাকে
দোয়েল ডাকে গাছে
মনটা আমার হারিয়ে গেল
ময়ূর যেথা নাচে।
দু'চোখ শুধু ছড়িয়ে দিলাম
শাল পিয়ালের বনে
ঝর্ণা ধারা নাচতে থাকে
দূর পাহাড়ের টানে।
পাখির শীষে মিষ্টি বিকেল
মুখ লুকিয়ে হাসে
মুঠো-মুঠো আবির গুঁড়ো
নদীর জলে ভাসে।
শান্ত নদী ঘুমিয়ে আছে
তির - তির- তির জলে
সন্ধে- সকাল রূপের খেলা
এমনি ভাবেই চলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন