শনিবার, ২৫ জুলাই, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ।। অংশুমান চক্রবর্তী






   মনকেমনিয়া

মনকেমনিয়া গান ভেসে আসে রাতের আঁধারে
হয়তো সে আমাকেই নিয়ে যেতে চায় পরপারে

আর কেউ স্বাদ পায়? নাকি বাড়ে এককের ঋণ?
মনে হয়, সব ছেড়ে উড়ে যাই কোনো একদিন

নিদ্রাহীন রাত কাটে, জন্ম নেয় তীব্র হতাশা
কৃষ্ণ-আকাশ জুড়ে ফুটে ওঠে কবিতার ভাষা

সে ভাষায় সুর লাগে, মুহূর্তে কেঁপে ওঠে হিয়া
রাতের শরীরে লাগে গুঁড়ো গুঁড়ো মনকেমনিয়া...





   অন্ধকার

যে মেয়ে প্রতিদিন প্রেমিক বদলায়
পায়নি সে ভুলেও বিরহ-স্বাদ,
রাত্রে হয়ে ওঠে উন্মাদিনী প্রায়
কপালে এসে বসে নরম চাঁদ।

ক্লান্তি চোখে মুখে, তীব্র খিদে নিয়ে
যায় সে কোন পথে? জানে না কেউ,
ফেরে সে একা একা গোপন পাড়া দিয়ে
শরীরে ওঠে-নামে তুমুল ঢেউ।

মুখের রং জানে, কঠিন প্রচ্ছদ
কোথায় কত রেখা, জানে সেটাও,
অথচ বুক জুড়ে যেন গভীর হ্রদ
তরণী কে ভাসালে? সঙ্গে নাও।

যে মেয়ে প্রতিদিন প্রেমিক বদলায়
দীর্ঘ শোক ছাড়া কী আছে তার?
আলো তো ধীরে ধীরে কালোর দিকে যায়
আকাশে তারা গোনে অন্ধকার।





  প্রথাহীন


তুমি কি চেনা কেউ? হাওয়ায় ঢাকো মুখ
রেখেছো বুকে পুষে মেঘের অভিমান,
রোপন করে যাও বেগুনি ধুকপুক
শিখি সমর্পণ, লিখি রাতের গান।

বর্ণহীন কোনো ঈর্ষা যদি আসে
অথবা অশরীরী মায়ার প্রলোভন,
তুমি কি ভীত হয়ে বসবে তার পাশে? 
শুকিয়ে কাঠ, নাকি  বৃষ্টি-ভেজা মন।

কিছুই বলছ না, তুমুল প্রথাহীন
অচেনা শরীরের যেন গোপন তাপ,
মোক্ষ লাভ হলে বাড়বে দ্রুত ঋণ
ঘটলে বিপরীত, অসহনীয় পাপ।

তুমি কি চেনা কেউ? শরীরে সংকট? 
সতেজ রোদ্দুরে বিরহ বুনে যাও,
চরণ সুর পেলে উধাও হবে জট
রাতের কালো মেখে আমাকে গিলে খাও ...




  কাঁটাতার 

এপারের পাখি ওই পারে উড়ে যায়
ওপারের পাখি এইপারে উড়ে আসে,
কথা বুনে চলে দুজনেই বাংলায়
সুখে-দুখে থাকে একে অন্যের পাশে।

বিভেদ বোঝে না, তারা জানে হাতে হাত
তাদের জন্য খোলা দুদিকের দ্বার,
তুলি ছোঁয়ালেই মুছে যায় কালো রাত
অসত্য হয় সমস্ত কাঁটাতার।

আমরা মানুষ, আমরা কি পাখি নই?
এপার-ওপার আমাদের যাওয়া আসা,
কবিতা-সভায় বিনিময় করি বই
আমরা বাঙালি, আমাদের এক ভাষা।

এক ভাষা, এক জননীর সন্তান
আত্মীয় নয়, আমরা তো ভাই-ভাই,
আমার কথায় তুমি সুর দিলে গান
কাঁটাতার ছিঁড়ে চলো এক হয়ে যাই...






    ডুবসাঁতার


আমাকে চিরকাল রেখেছো দূরে দূরে
এবার কাছে ডাকো, বাড়াও হাত,
রচিত হোক গান শরীর ভেজা সুরে
আলোকমালা পাক একলা রাত।

অচেনা রাজপথে অবাধ বিচরণ
মিলন-স্বাদ চেনে জিহ্বা-ঠোঁট,
মিডিয়া জানল না, জানে না জনগণ
গোপনে বাঁধা হল নতুন জোট।

অকাল বর্ষণ নামতে পারে দ্রুত
শীতের দিনে ঘন নিম্নচাপ,
খুঁজেছি সারাদিন কাছে পাবার ছুতো
শুদ্ধ এই চাওয়া, মিথ্যা পাপ।

আমাকে চিরকাল রেখেছো দূরে দূরে
চাইলে শিখে নেব ডুবসাঁতার,
বাতিল ভেবে যদি আড়ালে দাও ছুড়ে
তরলে মিশে যাবো, পাবে না আর ...









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন