রবিবার, ২৬ জুলাই, ২০২০

মহাকাশ বিজ্ঞানী ও ভারতের একাদশতম প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ.পি. জে আব্দুল কালামের মহাপ্রয়াণ দিবস।। শ্রদ্ধার্ঘ্য নিবেদনে - বিমল মণ্ডল



শ্রদ্ধা ও স্মরণে   



মহাকাশ বিজ্ঞানী ও  ভারতের একাদশতম প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ.পি. জে আব্দুল কালামের মহাপ্রয়াণ দিবসঃ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে - বিমল মণ্ডল            


এ.পি.জে আব্দুল কালাম যাঁর সম্পূর্ণ নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। জন্ম-১৫ই অক্টোবর ১৯৩১ খ্রিস্টাব্দে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি ছিলেন  ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি। মেয়াদকাল-২০০২ খ্রিস্টাব্দ থেকে ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। 




আব্দুল কালাম ছিলেন বিজ্ঞানী। পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করলেও দীর্ঘ ৪০বছর ধরে তিনি 'রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন  ও ভারতীয় মহাকাশ ' গবেষণা সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞানের প্রশাসক হিসেবে কাজ করেছেন। 



আব্দুল কালামকে 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী ' রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে " ভারতের ক্ষেপণাস্ত্র মানব" বা  " মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 

পাঁচ বছর এককালীন রাষ্ট্রপতি পদে  থাকার পর তিনি নিজেই পরবর্তী কালে বেছে নিয়েছিলেন  শিক্ষাবিদ, লেখক ও জনসেবার সাধারণ জীবন। তিনি জীবনে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকেছেন। বৈজ্ঞানিক হয়েও সাধারণ মানুষের কথা প্রাণ দিয়ে শুনতেন।    





আব্দুল কালাম ২৭শে জুলাই ২০১৫ খ্রিস্টাব্দে  হৃদরোগে আক্রান্ত হয়ে মেঘালয়ের শিলং শহরে তাঁর মহাপ্রয়াণ ঘটে।  মহান আদর্শেব্রতী এই মানুষটির প্রতি   আজ এই  মৃত্যু দিনে প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য জানাই।  


                                                           
        
     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন