বুধবার, ১ জুলাই, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ





 ধূসর পান্ডুলিপি

যেখানে থাকো,সেখানে সেলাইনের শব্দ,
খোসা ছড়ানো আয়ুর প্রদাহ।
যেখানে থাকি-
দুর্বিনীত তৃষ্ণা,পৃথিবীর শেষতম বুনোফুল

একটি মুকুল ঝরে যাওয়ার পর
বহুদিনের বিস্মৃত ডেটলের গন্ধ

এবার একটা লোলচর্ম বিনিদ্র হাসপাতাল
পাশাপাশি গুঢ়তম অপারেশন থিয়েটার।



   এলিজি

খোল আর খঞ্জনি বেজে উঠবে,
শৌচাগারের পাশে লতিয়ে উঠবে আগাছা।

ছোটঘরের ফাঁকা বিছানা বলে উঠবে--
"কী!কি দেখছেন মলয়বাবু?"



  ফেরা

সূর্যাস্তের ওইপারে পাখিদের কলতান,
আমি ভাতের গন্ধের মতো 
                           উপমা-বিধৌত দিন,
সম্ভবত তুমি ভ্রমরের গান।

এইভাবে...

বেদনার যাওয়াটুকু দেখে বুঝি,
কিছুই সে গ্রাহ্য করে না।




  বাসিন্দা

যেভাবে অতিক্রান্ত হয় ভালবাসা...সেভাবেই

কুট প্রশ্ন,ঠোঁট ও কাপের কাছাকাছি ধোঁয়াময়,
হয়ত স্যুটকেসে চেপে রাখা নির্ঘুম বেদনা-বিহার

সেই তো আমার দুয়োরে অবিরাম চলছে
অনিঃশেষ সেলাইন ড্রিপ!
শিরায় শিরায় হাসছে পাথরের কারুকাজে জীবনবার্ষিকী।

শুধু আপতকালীন বারান্দাটি ভাঙা,লজঝরে,
যেন তার পশ্চিমা ছায়া আমার প্রাচীনতম সখা।



  আর ফেরা যাবে না

সুমন জানে আর ফেরা যাবে না।

সাইকেল,জীবনকে দেখেছিল,
দেখেছিল তার অসংখ্য গুপ্ত সহবাস...

এখন অলৌকিক জলের শব্দ তোমাকে ছাড়াই।


যেকোনো বিভাগে  অপ্রকাশিত লেখা পাঠান। 
মতামত জানান
bimalmondalpoet@gmail. com    





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন