শনিবার, ২৭ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ







 মা
পরম মমতায় যে আঁচল
শান্তি এনে দিত
যত নির্ভরতা লুকিয়ে থাকত
তত স্নেহের নিরাপত্তা থাকত ওখানে।
ছোট্ট বিড়ালছানাটিও নিশ্চিন্তে ঘুমিয়ে
আছে তার মায়ের কোলে।

আসলে মা সকলের আশ্রয়স্থল।







 
  পরমাত্মীয়

চরম বিপর্যয়েও পরম এসে
আত্মীয় হয়ে যায়
আমি আত্মভোলা মানুষ
তবু কেন রাগ করো তোমরা?
দেখো বোতাম খুলে দিয়েছি
বুকের গভীরে তোমাদের বসবাস
তোমরা সবাই আমার পরমাত্মীয়।





  মেঘ

এই ছিল পরিচ্ছন্ন আকাশ
কোথা থেকে এসে গেল নব মেঘদল!
বয়ে যাচ্ছে পেলব স্নিগ্ধ বাতাস
কোন বার্তা দিয়ে আসে না
আচমকা চলে আসে নির্বিকার।
ভিজিয়ে দিয়ে যায় মন
কোন নির্লোভ অতিথির মতো।







  কথা

সবাই সব কথা বোঝে না
তুমি কি বোঝ?
আমার অন্তর ও বাহির
কখনও মেলে না
দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কথা তবু
ছন্দে থাকে
সবাই কী সব কথা বোঝে!






  অতীত

পিছন ফিরে তাকিয়ে দেখি
কার যেন পায়ের শব্দ
অথচ তাকে দেখতে পাই না।
বৃক্ষতলে বসি, পাখিদের কলতান
নিয়ে আসে প্রাণের আরাম।
পায়ের শব্দ শুনতে পাই
পিছন ফিরে দেখি, অতীত
স্মৃতি হয়ে ডাকাডাকি করে।




যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com        


1 টি মন্তব্য: