জয়দেব মাইতি
নিরুত্তর বিকেল
আকাশের অনেক রঙ হয়।
'হারিয়ে ' পেতে চেয়ে
'রঙের' মধ্যে ক্যানভাস আঁকি
সকাল থেকে।
ঘামতে ঘামতে দুপুর পেরোয়,
খুঁজে চলি আকাশের রঙ-
তুলি নিয়ে বসে থেকে- এঁকে চলি
তোমার অবয়ব।
বিকেল কেন আজও আমার পিছু নেয় -
উত্তর পাইনি - তোমার কাছে।
বিন্দু শব্দ
বাতাসের গন্ধে বিষাক্ত সময়
ভেঙে আজও অপেক্ষা করে - একা ও অনেকের।
পাতা ঝরার শব্দ, আর ভাবায় না।
মনে হয়;হৃদয় থেকে প্রতিদিন ঝরে
পড়ে প্রাণ।
উদাসী' সুখ ', বিরক্ত মুখে ধরে অন্য পথ।
বিন্দু বিন্দু অভিমান
শব্দ হয়।হারিয়ে যেতে গিয়েও
বারবার আটকে যাই -তুচ্ছ অনুরাগে
সীমান্তে দাঁড়িয়ে
সীমান্তে দাঁড়িয়ে, তবুও এগনোর চেষ্টা -
এগিয়ে যাওয়াই জীবন ' কথাটি
বারবার ঘুরপাক খায় মাথায়।
সীমারেখায় পৌঁছে নিজেকে সামলাই
কোনমতে।
উদ্ধার করি,সবকিছুর শেষ আছে।
আকাশ কুসুম
আগের মতো এখনো শব্দের মালা গাঁথি।
বাতাসের কন্ঠস্বর- ফুল পড়ার শব্দ - নদীর ডাক- আকাশের শূন্যতা-
আমাকে আরও বেশি করে ভাবিয়ে তোলে
তোমার ভাবনায়।
একদিন মালা গাঁথা শেষ হয়
তুলে দিই দেবতার গলে-
দিনের শেষে,তবুও কেন-
বাতাসের কন্ঠস্বর,ফুল, নদী, আকাশ
এখনো অবিশ্বাসী আগের মতো
হিসাব মেলে না।
অভিমান ভাগ হলে
অভিমান ' ভাগ হলে -
একে অপরের খুব কাছে আসি।
টুকরো টুকরো 'অনু অভিমান '
আরো টুকরো হয়ে পরমাণু হয়।
নিশ্চিত বিস্ফোরণের ইঙ্গিতে,
দূরে চলে যেতে গিয়েও ফিরে আসি-
আগের মতো।
' বিশ্বাসে এখনও বাঁচি' বলে
নামতার মতো হৃদয়ের কথাগুলো
ধ্বনিত হয়...
কোনো এক অজান্তে।
যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন