সোমবার, ১৫ জুন, ২০২০

নির্বাচিত অল্প স্বল্প গল্প





   শিউলি ফুলের গাছ
আবির ফ্ল্যাটে থাকে।  রয়েছে নিজস্ব বাড়িও । মাঝে মাঝে বাড়িতে যায় । ঘর পরিষ্কার করে । আবার ফিরে আসে । বাড়ির সামনেই একটা শিউলি ফুলের গাছ। জানালা খুলতেই শিউলির ঘ্রাণে আবিরের মন ভালো হয়ে যায় । বাড়ির জন্য মনকেমন করে। নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি বানিয়েছিল । তবু, রাত্রিযাপন করতে পারে না ।সংসারের বাধ্যবাধকতায় ।



অলংকরণ-বিমল মণ্ডল  





   আলাপচারিতা


অবসরপ্রাপ্ত অজিত আচার্য লকডাউনে একদম ঘরবন্দি । সকালের হাঁটা বন্ধ । পার্কে যাওয়া বন্ধ । নিমাইয়ের চায়ের দোকানে আড্ডা বন্ধ । পার্কের গাছপালা, পাখি, পুকুর, মাছ, পানকৌড়ির সাথে আলাপ বন্ধ । লুডো, দাবা খেলে আর কত সময় কাটানো যায় ! এবার থেকে করিডোরেই শরীরচর্চা করবেন আর পাশের কামরাঙা গাছের সাথেই সেরে নেবেন সকালের আলাপচারিতা ।


অলংকরণ-বিমল মণ্ডল  






   বিভ্রাট


যুবক বিভাস আইচ শকুন্তলাপার্কে একটা ফ্লাটে ভাড়া থাকে । বেসরকারি সংস্থায় সেলসের চাকরি । বাইরে বাইরেই  কাজ ।
ভিনরাজ্যেও । থাকতে হয় দিনের পর দিন । সন্তানসম্ভবা স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়িতে । বেখেয়ালে ইলেকট্রিক বিল পেমেন্ট হয়নি । লাইন কেটেছে সিইএসসি । কোম্পানির নোটিশ পাটনায় জয়েন করার নির্দেশ, নাইলে চাকরি যাবে । নানা বিভ্রাটে নাজেহাল বিভাস ।

অলংকরণ-বিমল মণ্ডল   









  নিমগাছ


আমফানের তাণ্ডবে সব পেয়েছির আসরের প্রিয় নিমগাছটা ভেঙে পড়েছে। বন্ধ হয়েছে পাশের রাস্তা । ভেঙেছে শক্ত প্রাচীর । খুব মনখারাপ আসরের কর্মকর্তা নিখিলদার । এই গাছ থেকে কতদিন নিজের হাতে নিমপাতা, ফুল পেড়ে দিয়েছেন আমাকে । নিমগাছ ঘিরে তার কত গল্প ! আজ সব শেষ । নিখিলদার মুখ ভার। চোখ কাঁদো কাঁদো ।


অলংকরণ- বিমল মণ্ডল  








    শিক্ষা


আজ বারোদিন দিদির জ্বর । প্যারাসিটামলের পর প্যারাসিটামল চলছে । জ্বর আসছে আর যাচ্ছে । মুখে কোন স্বাদ নেই । খাওয়াতে চরম অনীহা ।বমি বমি ভাব । শরীর দুর্বল । বড়ছেলে উত্তম রান্না করেনি জীবনে । এবার তাকেই রান্না করতে হচ্ছে । খাইয়ে দিতে হচ্ছে মাকেও । মায়ের অসুখ উত্তমকে শেখালো জীবনের ভিন্ন এক পাঠ ।








অপ্রকাশিত  গদ্য ও পদ্য    পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com   

















1 টি মন্তব্য:

  1. বেশ ভালো লাগলো। প্রিয় কবিবরকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক শুভকামনা।

    উত্তরমুছুন