বুধবার, ১০ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ




-------------------------------------------------------------
জ্যোতির্ময় দাশ

---------------------------------------------------------------







এখন মুখোশ পরে থাকি


কাপড় -জামার বদলে এখন মুখোশ পরে থাকি..

একটা মুখোশ পরি সকালে বাজারে যাবার পথে
অন্য একটা পরতে হয় শ্মশান-বন্ধু হবার সময়ে,
কবিতা লেখার জন্য যে মুখোশটা সচরাচর পরি
রতিক্রিয়া শুরুর আগে সে মুখোশটা সরিয়ে রাখি
ব্যবহার করতে হয় আর একটা বিকল্প মুখোশ।

প্রতিবার ভোটের লাইনে দাঁড়াই যে মুখোশটা পরে
সেটা বদলে নিতে হয় নন্দনে কবিতা পড়ার সময়
আমার আলমারিতে দেখো অন্য পোশাক নেই
সাজানো আছে শুধু চৌষট্টকলার রিভিন্ন মুখোশ

অপরিসীম দ্বিধা আর সংকোচে ভুগেছি একসময়
আশপাশে সুশীল সকলে পোশাক ত্যাগ করেছে দেখে
এখন নগ্নতার জন্য আর কোনো লজ্জা হয় না আমার...





কবির বৃত্ত

আজ তোমাকে দেখলাম করলা কিনতে বাজারে 
উবু হয়ে বসে নিবিড় তন্ময়তায় একটি একটি করে
করলার স্নিগ্ধ শরীর অনুভব করছো তুমি।
এভাবে বাজারে দেখবো তোমাকে ভাবিনি কখনো
আসলে জীবন বোধহয় একটি বৃত্ত; যাকে সকলে আমরা
ঙাঙতে চেষ্টা করি; কিন্তু ভাঙা কী এতই সহজ?
গড়ার মতো ভাঙতেও শিখতে হয়! যখন কবিতা
লিখতে তুমি, শব্দের বৃত্ত তৈরি করতে দেখেছি
তোমায় অবলীলায়; আবার একদিন উদ্দাম
হয়ে উঠলে সবকিছু নষ্ট করে ফেলার খেলায়!

পারলে কী? আসলে নিজেরাই ভালোবাসি আমরা
পরিচিত বৃত্তকে, বৃত্ত ভেঙে গেলে দু:খ পাই...




বিকল্প-কথা

অলংকার নয়, নারীকে রমণীয় করে তোলে
তার নিজস্ব কিছু ত্রুটি এবং প্রিয় এক অহংকার

প্রণয় কিংবা প্রার্থনায় হাত প্রসারিত করার আগে
জেনে রাখা ভালো অনুগ্রহ একা ঘরে এসে দাঁড়ায় না কখনও
ছায়ার মতো সঙ্গে আসে কিছু অপমানবোধও

সেই নিষিদ্ধ আপেলটি আদমের হাতে তুলে দেবার সময়
ইভ জানতো ভালোবাসার কোন বিকল্প হয় না...





জীবনযুদ্ধ

তুমি যাকে শত্রু বলে মনে করো সে তোমার শত্রু হতে নাও পারে...

আসলে প্রতিটি যুদ্ধের জন্য বিপ্রতীপ এক সংকটের প্রয়োজন থাকে
তাছাড়াও থাকতে হবে রাজনীতির ভুল কিছু সমীকরণও
একজন ভয়ঙ্কর যুযুধান প্রতিপক্ষেরও থাকা চাই

আর যুদ্ধ শুরুর আগে প্রতিটি অস্ত্রের মারণমন্ত্র জনা থাকা চাই

এখন সামনে পেছনে ঝনাৎকার নেই, নেই কোনও দৃশ্যমান প্রতিপক্ষ
তবু আজীবন চালিয়ে যেতে হয় সংগ্রামের যাবতীয় কৃৎকৌশল...



   অনন্ত লক্ষ্যবিন্দু

চলার পথে এগিয়ে যাবার সময় পেছনের ছবি কখনও ভাবতে নেই...

ফেলে-আসা যাপনছন্দের সমস্ত অলংকার জানা তোমার
শুধু জানা নেই কী মূলধন রাখা আছে গন্তব্যের শেষ ঠিকানায়
জীবন মানেই স্থবিরত্বকে ক্রমান্বয়ে ভেঙে ফেলার চতুর প্রস্তুতি...

এগিয়ে চলার পথে  ফেলে আসা জীবনের  নৃত্য-ছন্দ ভেবে কোনও লাভ নেই

গণিতের বইয়ের বাঁদরেরা তিন-পা এগিয়ে দু-পা পিছিয়ে যাচ্ছ অনন্তকাল
তৈলাক্ত সেই বাঁশের শীর্ষ-বিন্দুটি তোমার লক্ষ্য হোক একমাত্র এবার...



আপনার অপ্রকাশিত গদ্য ও পদ্য লেখা পাঠান
অভিমত জানান
bimalmondalpoet@gmai.. com         

৩টি মন্তব্য: