বুধবার, ১৩ মে, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ


রবীন বসু 



---------------- 
র বী ন ব সু
--------------------   
                              





গৃহবন্দীর দিনলিপি



৩.
অনুরোধ 
উপরোধ সহ
সময় দাঁড়িয়েছে এসে
জিজ্ঞাসা-উন্মুখ বিলোপের কাছে। 
বিহ্বল এক অস্থিরতা ঘিরে আমাদের
জেগে ওঠা, উৎকন্ঠা নিয়ে বেলাশেষের গান। 
শীতলতম ঘুম পার হয়ে উঠে বসবে
আগ্রহ ক্ষুধা সম্ভোগ আর কষ্ট;
যাপিত এই একা দিনলিপি
অদ্ভুত বিষণ্ণতা মাখে
অসহায় একাকী
অদৃষ্ট। 



৪.
সংক্রমণ
মহামারী দিন 
তেড়ে আসে ত্রস্থ
আতঙ্ক অস্থির করে ভয়ভয় ;
অনিকেত ভেসে যায় মানুষের স্রোত
গৃহবন্দী দিন আজ সন্ত্রস্থ নির্জনতা খোঁজে। 
প্রকৃতি আপন হাতে প্রতিশোধ তুলে নিচ্ছে। 
নাকি সহবত শেখাচ্ছে মানুষকে শেষবার
সংহত সংযত হও, সাবধান
এই ভাইরাস এপিডেমিক
হয়তোবা শেষ
চেতাবনি। 



৫.
স্বেচ্ছাবন্দী
জীবন ডাকছে
এক নবতর ইশারায়,
অনুভূতি অসাড় সময় মাখামাখি
দিকচক্রবাল জুড়ে সেই আলোর ভুবনডাঙা 
তবু মানুষ অন্ধকারে হাত রাখে ; অনালোকিত
জ্যোৎস্না মেখে পাড়ি দেয় আঁধারমানিক গ্রাম। 
রহস্য অগাধ যত দুর্নিবার টান
ভবিতব্য লেখা হয় অহরহ
করুণ কঠিন এক
আবর্তিত শোক
নিরুপায়। 



৬.
দুঃখীজন
অসহায় অস্থিরতা
মেখে নিয়ে শরীরময়
লকডাউন অতিক্রম করে বসে, 
ক্ষুধার অন্ন চাই, দাউদাউ কান্না
শিশুর করুণ কণ্ঠ আবর্তিত আর্তনাদ ঝরে। 
রুটি নেই ঘরে, রুজি চাই প্রান্তজনে
গণতন্ত্র বোঝেনা সে সব কথা
তারা বোঝে প্রতিশ্রুতি শুধু
মিথ্যে স্তোক আর
বানানো স্বপ্ন
নির্বাচন! 



৭.
লাইন
তিন দিন
দাঁড়িয়েও পায়নি বুড়ি
সরকার ঘোষিত ফ্রি রেশন ;
স্বপ্নে ভাসে পোড়াআলু সেদ্দ ভাত
ভাঙা মাজা নিয়ে ছত্রখান লাইনে পুলিশ। 
কার্ড কই? সবুজ বিপিএল কার্ড চাই… 
ফ্রি পাবে চাল আটা আলু
কাড তো নাই, বাবুমশাই
কত সন আগে
খেয়ে গেচে 
আয়লা! 

২টি মন্তব্য: