শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

শুভেচ্ছাবার্তা /তপন বন্দ্যোপাধ্যায়

করোনা ১

মানুষ ভেবেছে সে-ই নিয়ন্তা, তাহার উপরে নাই
বিশ্ব ঘুরবে, থেমে যাবে তার অঙ্গুলিহেলনে
মুঠির মধ্যে সাপ্টে ধরবে গোটা দুনিয়াটাই
অকস্মাৎ কেউ ঝুঁটি ধরে তার পাঠিয়ে দিল বনে।

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল
Stay at home
We shall overcome


করোনা ২

যেদিকে তাকাই যার দিকে চাই সব্বাই ভয়ে নীল
সহজ তো নয় মৃত্যুর কাঁধে কাঁধ দিয়ে রোজ হাঁটা
কাগজ খুললে চোখে পড়ে যায় লম্বা মৃত্যুমিছিল
মহান মৃত্যু নিজেকে করল কেন এত সাদামাঠা!

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল
Stay at home
We shall overcome




করোনা ৩

যারা খেটে খায়, রিকশা চালায়, চা বেচে চালায় দিন
অটো কিনে চলছিল সংসার, ছিল না তো মাসমাইনে,
হঠাৎ পৃথিবী থেমে যেতে দেখে পৃথিবী অর্থহীন
কেউ কেউ তারা চাল-ডাল নিতে মুখ নিচু করে লাইনে।

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল
Stay at home
We shall overcome




করোনা ৪

লুকিয়ে আছি বাড়ির ভিতর, লুকিয়ে আছে সভ্যতা
যাদের দেদার গুমোর ছিল, জাদুর ছোঁয়ায় সব ভোঁতা।

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল

Stay at home
We shall overcome



করোনা ৫

নিত্যদিন চাঁদে গিয়ে আবিষ্কার করেছ চারদিক
কোটি কোটি টাকা দিয়ে তুলে ,আনো মঙ্গলের ধুলো
বলেছ বিশ্বকে, দ্যাখো আমি কী বিশাল বৈজ্ঞানিক
ক্ষুদ্র ভাইরাসে আজ কেন চোখে ঠুলি কানে তুলো!

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল
Stay at home
We shall overcome

 



করোনা ৬

নিধন করেছ বৃক্ষ, ছিন্ন করো ওজনের স্তর
সৌধ গড়তে গিয়ে ভারসাম্য ভাঙো প্রকৃতিতে
ধনবতী পৃথিবীকে দিনে দিনে করেছ নিঃস্ব
প্রকৃতি উদ্যোগী তাই ছেঁড়া পাতা নিজে জুড়ে নিতে।

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল

Stay at home
We shall overcome





করোনা ৭

অদৃশ্য তিনি--কে-ই বা জানিত
পেটে পেটে তার এত ফন্দি
বিশ্বটাকেই ঘেঁটি ধরে টেনে
বানিয়ে দিয়েছে ঘরবন্দি। 

চৈত্রের শুভেচ্ছাবার্তা
শুভ সুন্দর সকাল

Stay at home
We shall overcome

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন