।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৩।।
ঈশ্বরের পুত্র
জয়ন্ত চট্টোপাধ্যায়
বাইবেলে হাত দিয়ে না বললেও মিথ্যে বলবো না --
সহ্য করার শিক্ষা তুমিই দিয়েছো।
ওই যে নগ্নপ্রায় শুকনো দেহ পলকা দুর্বল অবয়ব
এত শক্তি কোথায় পেয়েছো ?
প্রভু তো দর্শক মাত্র দূর থেকে অনুপায় মুখে
করুণার অভিব্যক্তি লেখেন
তোমার কোশ কলা রক্তে শিরা ধমনি জালকে
কত অসাড়ক জমা ছিল জানি না,সব অবশ
না-কি সব যন্ত্রণা বশ করে ফ্যালো দুরন্ত মায়ায়?
তোমার স্নায়ুর কোশে ও তন্তুতে কত বিদ্যুৎ তরঙ্গ
জমা -- কেউতো মাপেনি,আমিও না,শুধু দেখি
আর ভাবি রক্তাক্ত হই,বেদনায় দীর্ণ হই
আবার প্রবল বিশ্বাসে বলি শক্তি দাও, তিতিক্ষার
উদারতা দাও।এই যে এত উগ্রমলিন বেদনার রাশি
তাকে সরিয়ে দিই বিষাদবালকের খুশিমুখে।
আঁকি ইচ্ছেপূরণ ছবি আর ভাবি সেই সুন্দর সন্ধ্যায়
তোমার প্রার্থনায় বেজে উঠবে মঙ্গল ঘণ্টা
বাতিদানে আলো শান্তি মুছিয়ে দেবে আগুনের জ্বালা।

দারুন শীতে তোমায় চাই
উত্তরমুছুন