বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

আজ থেকে শুরু হল... অঙ্কুরীশা -র পাতায় ।। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর ১।। গৌরাঙ্গ দাস এর কবিতা।।Ankurisha. ।। E.Magazine।। Bengali poem in literature।।

 




          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর ১।। 




গৌরাঙ্গ দাস এর কবিতা




১.
শান্তিলতা গির্জা

বেথলেহেমের অলৌকিক সব গল্পেরা আমার কাছে
কৃষকের মনোগ্রাহী ঋতু, মজুরের চিমনির ধোঁয়া, আর
আমার কাছে ক্লান্তি নিরাময়ক।

প্রচন্ড বিষন্নতায় আমি যখন আহত
আমার শুশ্রুষায় সেই তিনি
যাকে স্মরণ করলে মনোরোগ বিলীন হয়, পাপ হয় দিশাহীন।

আমি রোজ গোধূলি ছুঁয়ে শান্তিলতা গির্জায় যাই
দু 'চোখ বুজে হারিয়ে যাই সে পরমের কাছে
চোখের সামনে ভেসে ওঠে -হেঁটে চলেছেন করুনাময় যিশু
পেছনে তার প্ৰিয় ভক্তদের মিছিল
করুনাময় এগিয়ে যাচ্ছেন, আর অসহায় মানুষগুলো তাজা হয়ে উঠছেন -প্রভাতের নবীন সূর্যের মতো।

আমি শান্তিলতা গির্জায় যাই বেথলেহেম বুঝতে
আমি শান্তিলতা গির্জায় যাই ঈশ্বরের উপদেশ শুনতে
আমি শান্তিলতা গির্জায় যাই আমাকে পবিত্র রাখতে
আমি শান্তিলতা গির্জায় যাই মুক্তিলাভ করতে।




২.
বিন্দাস

কুয়াশা ঢাকা ডিসেম্বর মতো আমিও ভীষণ ধুষর
সময়ের হাত ধরে চলতে গিয়ে
দেখা পেয়েছিলাম -যিশুর।

সেই থেকে আমার আত্মা প্রভুতে নিবেদিত
প্রভুর ছায়া ছুঁয়ে আমি সমুদ্র পার হই
প্রুভুর ছায়া ছুঁয়ে আমি পূর্বপুরুষের সঙ্গপাই
প্রভুর ছায়া দিয়ে আমি আমার প্রজন্মকে গড়ে তুলি

আপাতত সবুজের সঙ্গে আমার বসত
পাখিদের ডানার ভাষা কলরব আমার চেনা
প্রভু আমাকে আকাশ চিনিয়েছেন
আপাতত আমি যুক্ত বিহঙ্গের মতো বিন্দাস।

1 টি মন্তব্য: