রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ—২ ।। সৌমিত বসুর — পাঁচটি কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতাগুচ্ছ—২



সৌমিত বসুর পাঁচটি কবিতা 



১.

তাইরেসিয়াস 



"দেবীকে স্নানের ঘরে নগ্ন দেখে"
পুড়ে যায় দু-চোখ আমার হে ইদিপাস
ছবি সব যত্নে আঁকা চোখের কোটর
পুড়ে যায় জীবন আমার হে নিদ্রাহীন।

যেভাবে সাহস করে মুঠোয় আমার
দিয়েছো রাত পোহানো তুমুল এ ধন
যত্নে আটকে রাখা সিন্দুকেতে
সন্দেহ উড়বে জানি যখন তখন।

তবুও তোমার সাথে আকাশপথে
নিশ্চিত উড়বো কোনো জোৎস্নারাতে 
দু-পাশে ছড়িয়ে দিয়ে মত্ত ডানা
দেবীকে নয়ন ভরে দেখবো সেদিন।

হেরা-কে জলের ধারায় একলা দেখে
কোনোদিন জানবেনা কেউ কি দেখেছি।



২.
মায়া বৌ - ৬২


জীবন মানে একটা গোটা খাতা
পৃষ্ঠাগুলি মলিন ও ভঙ্গুর
মমির ভেতর আটকে থাকা রোদ
তুমি তাহার কয়েকখানি পাতা।

বৃষ্টি এলে তোমায় মনে পড়ে
প্রখর তাপে দেয়াল জুড়ে তুমি
শীতে নিথর কুয়াশাফোঁটা ছবি
তোমায় খুঁজি বসন্তশেষ হলে।

জীবন মানে দুটো মানুষ মিলে
ঢেউ সাজিয়ে অদৃশ্য ঘর তোলা।



৩.
 সংসার - ২০

আমি রাত্রির কথা লিখি , 
লিখি আত্মজনের আলো 
লিখি বেহুলা চলেছে ভেসে 
পাশে লখিন্দরের শব।

তুমি গাঙচিল হয়েছিলে 
কতো উঁচুতে মেলেছো ডানা
দেখি পাতার উপর আঁকা 
সেই আনন্দ ছায়াছবি।

লিখি জীবন তো একটাই
তাকে এভাবে পোড়াতে হয় ?
দেখি চোখেমুখে এসে লাগে 
শুধু বিশ্বাস পোড়া ছাই।


৪.
 মেঘদূত


পাখি জানে কতটুকু ভালোবাসি তাকে
আমাদের ভালোবাসা জানে যে আকাশ
রাত যায় দিন আসে দিন যায় রাত
বাসা দেখে চোখ মোছা পাখির বরাত।

দুটো দেশ দুটো মেঘ একবুক আলো
বারুদে আগুন দিয়ে কারা যে জ্বালালো
না ভেঙ্গে এবার জোড়ো বলে যায় কানে
তারা দুটো জানে শুধু বেঁচে থাকা মানে।





৫.
 মায়া বৌ - ৪৯ 


স্বপ্নগুলো রাতের চেয়ে দামি
বইছে কথা ছোটবেলার মতো
বৃষ্টি এলে চেনা বিকেলবেলা
উঠতো ফুটে হারিয়ে যাওয়া ক্ষত।

তখন তুমি কোথায় তোমার চুল
ছড়িয়ে দিয়ে মেঘের ওপর বসে
ডাকছো আমায় আকুল করে ডানা
যেমন শিকড় নীরবে জল শোষে।

লম্বা বিকেল একটা সরু নদী
মা হারানো ধূ-ধূ মাঠের পরে
আসবে বলে বাঁধের ওপর একা 
আজও পোড়ে অপেক্ষা আর জ্বরে।

৩টি মন্তব্য: