মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ -১২।। নববর্ষ — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বাঙালির নববর্ষ -১২



নববর্ষ

জয়শ্রী সরকার

ভোরের আজান শুরু, পাখিদের কলরব 
অন্ধকার ভেদ করে নতুন সূর্যোদয়...
পাতাঝরা নেড়া গাছে সবুজের সমারোহ, 
মাঠে মাঠে অনন্ত গালিচা --- মৌ-বনে মায়াবি মহুয়ার দল  নেচে যায় হেসে যায় গেয়ে যায় প্রাণ খুলে 
মেঠো সুরে সাঁওতালি সুখী পরিবার — নবান্ন এলো বুঝি !
"আনন্দ ধারা বহিছে ভুবনে...!"

সময়ের শূন্যোদ্যান পেরিয়ে শিলান্যাস হতে চলেছে
আরও একটা নতুন বছরের ! বাঙালির নববর্ষ !
নতুন পোশাক, হালখাতা, মিষ্টিমুখ — সঙ্গে রবীন্দ্রনাথ !
কত প্রস্তুতি, ঢাক-ঢোল --- মিডিয়ার আলোড়ন
প্রতিশ্রুতির ফুলঝুরি, কথামৃত আর হিতোপদেশ । তবু,
কোথায় যেন একটা ফাঁক থেকে গেছে ক্ষুধা আর উদ্বৃত্তের মেলবন্ধনে 
তাই , নতুন বছরের শুভ লগ্নে সমুদ্র-সবুজ ধ্যানে প্রার্থনা করি, 
আর কোনো জনযুদ্ধ নয়, মনযুদ্ধ নয়, নয় কোনো রক্তপাত !
সোসালিজম্-অ্যানার্কিজম্-অ্যানিহিলিজম্ বুঝি না কিছু,
বুঝি শুধু মানব-উত্থান।
আস্ত একটা মানবিক পৃথিবী দেখতে চাই চলমান জীবন্ত মর্গে —
প্রত্যয়ী কন্ঠে নিঃসীম আকুতি ধ্বনিত হোক,
'নব আনন্দে জাগো...!'

২টি মন্তব্য: