অণুগল্পে বসন্ত —১২
এই ফাগুনে
ভবানীশংকর চক্রবর্তী
-কাকীমা ,বাইরে থেকে ডাক দেয় কেষ্ট ।ডাক শুনে দোরগোড়ায় এগিয় আসে রাসু কাকিমা।কেষ্টকে দেখে বলে, আয় বাবা ভেতরে আয়।হাসিমুখে ভেতরে ঢুকে সঙ্গে নিয়ে যাওয়া আবির একটু রাসু কাকিমার পায়ে দিয়ে প্রণাম করে কেষ্ট ।মাথায় হাত দিয়ে অশীর্বাদ করে কাকিমা।এটাই রেওয়াজ ।দোলের দিনে সন্ধ্যেবেলা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে ছোটোরা ।রাণু, কোথায় রে?এদিকে আয় ।একটি কুড়ি বাইশ বছরের মেয়ে এগিয়ে আসে।হাতে আবির।কেষ্টর পায়ে আবির দিয়ে প্রণাম করে সে।
-আমার ভাইঝি।এম এ পড়ে ।রাসু কাকীমা তার পরিচয় দিল ।
কেষ্ট কী করবে ভেবে না পেয়ে রাণুর কপালে ও গালে একটু আবির লাগিয়ে দিল।
মুচকি হেসে 'একটু মিস্টিমুখ করে যা কেষ্ট 'বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল রাসু কাকিমা।

অনেক অনেক ভালো লাগলো
উত্তরমুছুন