অণুগল্পে বসন্ত -১১
বসন্ত এসে গেছে
সমাজ বসু
--- বাড়িতে পুজো,অথচ একটা কাজের লোক নেই। ঠাকুরের এত বাসনপত্তর, ফলমূল, তরিতরকারি আমি একা কিছুতেই পারব না। বসন্তকে পইপই করে বললাম, পুজোর আগের দিন চলে আসিস। কে কার কথা শোনে? আজ দোল, সরমাও আসবে না,কাল বলে গেছে। আজ পুজো হবে না।
--- তার মানে? গিন্নির কথায় বিষ্ময় প্রকাশ করলেন সুনীলবাবু।
কর্তা গিন্নির কথার মাঝে হঠাৎ কলিংবেল বেজে উঠল।
--- গিন্নি,দ্যাখো কে এসেছে।
মলিনা দেবী বাইরে এসে দেখেন,সারা গায়ে রং মেখে আধভেজা কাপড়ে বসন্ত ।
--- তুই এলি কিভাবে?
--- কেন মা, হেঁটেই চলে এলাম।
--- বলিস কিরে! কোথায় সোনারপুর আর কোথায় গড়িয়া? এতটা পথ........
--- ও আমার অভ্যেস আছে। তাছাড়া আমি তো জানি,আজ বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো। এত কাজ তুমি একা করতে পারো?
--- সত্যি তুই আমায় অবাক করলি রে বসন্ত। নে,আগে সব ছেড়ে স্নান সেরে নে।
--- গিন্নি,আর তোমার কোন চিন্তা নেই। বসন্ত এসে গেছে।

ভালো লাগলো
উত্তরমুছুন