অণুগল্পে বসন্ত -১
ভুল
রবীন বসু
'আমার রঙে এলার্জি। আমি দোল খেলব না।'
বিয়ের পাঁচ বছর হয়ে গেল। অয়ন দিয়াকে রঙ মাখাতে পারেনি। প্রতিটা দোলে সে কাঁচুমাচু মুখ নিয়ে বন্ধুদের সামনে গিয়ে দাঁড়ায়।
"কিরে! দিতে পারলি রঙ?"
বন্ধুদের প্রশ্নের জবাবে অয়ন শুধু মুখ নিচু করে সংকোচের সঙ্গে বলে, "না।"
এবছর আবার দোল এল। অয়ন ভাবল, এবার সে দিয়াকে রঙ মাখাবেই। আগের দিন অফিস থেকে ফিরতে দিয়ার খুব দেরি হল। ওয়াশরুম থেকে বের হতেও সময় নিল। বেরিয়েই দেখে অয়নের হাতে আবিরের একটা কাটা প্যাকেট। বাড়ি ঢোকার আগে প্যাকেটটা রাস্তায় ফেলে দিতে ভুলে গেছে সে।

সুন্দর একটি অণুগল্প। ভালো লাগলো।
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুনভালো
উত্তরমুছুন