সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২১ ।। ভাষা শহীদের ডাক - প্রদীপ্ত সামন্ত।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২১



ভাষা শহীদের ডাক 

প্রদীপ্ত সামন্ত 


ওই হেঁকে যায় রফিক সালাম 

জব্বার বরকত,

রক্তে রাঙানো একুশ'ই দেবে 

ভাষার মুক্তি পথ ।


মাতৃভাষায় শক্তি যোগায় 

মায়ের পীযুষ ধারা ,

প্রাচীর তুলে সেই পথ রোধ করে

গড়ে অন্ধ কারা ।


অচল আয়তন ভেঙে তোলা ডাক 

দিয়ে গেছে কবে কবি ,

প্রতিবাদে প্রতিরোধে বিপ্লব 

রাঙিয়ে তোল সে ছবি ।


সেই দিন আর বেশি দেরি নয়, 

রক্ষিতে ভাষা সম্মান ,

ছিনিয়ে নিয়ে সেই অধিকারে 

হকের পাওনা নয় দান ।


             

1 টি মন্তব্য: