বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —৩১।। হারায় না রে! — আরণ্যক বসু।। Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।




মানবতাবাদী কবিতা —৩১


 হারায় না রে!

আরণ্যক বসু


একটা জীবন সলতে পাকিয়ে

 হঠাৎ ফুরিয়ে গেলো, 

একটা আকাশ, পঞ্চদশী

চাঁদের খবর দিলো! 


একটা জীবন ঋণের জালে

জড়িয়ে পেঁচিয়ে মরে,

গাঁয়ের উমা দাম-শ্যাওলায়...

আর ফেরেনি ঘরে।


একটা বর্ষা বিদায় নিলে

কালিদাসের আষাঢ়,

ঘুমের দেশে স্বপ্ন দেখে--

আবার ফিরে আসার।


অমল যখন শিউলিতলায়,

সুধাও কাশদিগন্তে; 

দিনগুলো আর আসেনা ফিরে

কোনো গল্পের অন্তেই।


একটা ঢাকে কাঠি পড়লে

সারাটা গ্রাম নাচে,

ভ্রমরকৃষ্ণ মেঘের নিচে

কালো মেয়েটি বাঁচে? 


একটা নদীর ঢেউ দোলালো

স্থলপদ্মের ডাল,

ও সোনা, তোর মুখেভাতে

গোবিন্দভোগ চাল।


একটা চায়ের দোকান জুড়ে

শরৎ আলোর হাসি,

গ্রামের নতুন ডাকঘরে আজ

চৌরাশিয়ার বাঁশি...


সেই যে পাগলা , সারা বচ্ছর

সলতে পাকিয়ে পাকিয়ে...

সেও তো এখন নীলকণ্ঠের

ডানার দিকে তাকিয়ে!


একটা বাউল, প্রাণের বাউল,

আগমনীর সুরে,

শিশির ভেজা হেমন্তদিন

আসছে বছর ঘুরে?


নটে গাছটাও বেঁচে থাকবে? 

নতুন ভোরের আশায়? 

রেলের কামরা ডাকবে আবার?

শাল-মহুয়ার বাসায়...



২টি মন্তব্য: