শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -২৬ ।। প্রান্তর — বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




মানবতাবাদী কবিতা -২৬



প্রান্তর 

বিকাশরঞ্জন হালদার 


আমার আটান্ন বছরের বুক থেকে হিঁচড়ে তুলে ফেলি ছোবলগুলো। ফেলে রাখি মাটিতে। খুঁজে বেড়ানো চোখ দু'টোয় ধরা দিক - শেকল-পালানো  পাগলামি। যেখানে থাকবে ঘন-মেঘের গান আর ' ফেলে আসা ' থেকে ডেকে আনা নগ্ন আলো-বেলা।

স্বপ্নগুলো'কে এবার পরিস্থিতির  পুঁটলি খুলে বাইরে বের করে আনা দরকার!

জীবনের প্রত্যেক'টি যাপন খোলামেলা আর খেলাধুলো হোক। জগৎ হোক মস্ত এক'টা প্রান্তর। মাথায় নিয়ে দিগন্ত-নীল!

1 টি মন্তব্য: