বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -২৩।। মানবতার গান— পুষ্প সাঁতরা ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






মানবতাবাদী কবিতা -২৩


মানবতার গান

পুষ্প সাঁতরা  


মানবতার পথ প্রজ্ঞার পথ; বৈভব স্বার্থ হিংসা অহংকারের পথ। হিংসার জতুগৃহে আসুরিক শক্তি প্রয়োগে অপচয় আর অবক্ষয় ,মানবতা ধ্বংস হচ্ছে। 'মা হিংসী 'এ বুদ্ধের অহিংসার বানী--- গীতা বাইবেল কোরান সব গ্রন্থেই মানবতার কথা আছে এ আলোল তিলক জ্বলজ্বল করছে শাশ্বত ভারতের হৃদয় ; চন্ডাশোক থেকে ধর্মাশোক তো মানবতার কথা বলে।
মানুষের ভাব ভাবনার ঘরে মরচে ধরেছে। নিবিড় ঘন আঁধারে হাতড়াচ্ছে মানুষ কীট। আকাশে বারুদ বাতাসে বিষ মাটিতে বিবাদ। শূন্যতা আর অস্থিরতায় ঝকঝকে শানিত তরবারি, হিংসা যেন মৃত্যু ছোবল, বারুদ ধূপের ধোঁয়া! কেন লালন ফকির কে ভুলে যাই? হৃদয়ে প্রেম এলে মানবতা পিঁড়ি পাতে বুকের গভীরে, এত আলো তবুমানবতায় আঁধার কেন? মুক্তমনার মানুষের বড্ড অভাব! বিশ্বাসের ধারাপাতে ধোঁয়াসার চাদর। সচ্চিদানন্দ আলোতেই মানবতা আসে। আমরা অমৃতস্য পুত্রা! অসহিষ্ণুতার প্রভাব কে প্রতিহত করে, পরিপূর্ণ মানুষ হয়ে উঠি। সচেতন এবং সুচেতন না হলে হিংসার কর্কট রোগ থেকে মুক্তি নেই, মানুষ তো নিজেকেই নিজে ভক্ষণ করছে। সুযোগের রসে আর স্নান নয়, অকারন চর্বি নিয়ে বিষন্নতায় না ভুগে হানাদার সময়ে রক্তাক্ত মাটিকে মানবতার গান শোনাই---- অসহিষ্ণুতার পেরেক গুলি তুলে একতারায় গান বাজে--- ডুব ডুব ডুব রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে ভাই রত্নধন---




1 টি মন্তব্য: