রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এই মাসের কবিতা ।। পার্থ বন্দ্যোপাধ্যায়।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 





এই মাসের কবিতা 

পার্থ বন্দ্যোপাধ্যায় 


বসন্তের এলিজি


তুমি আমার অদ্বিতীয়া প্রেম

তুমি আমার লাল কাঁকড়ের মাঠ

আমি ছিলাম অজ্ঞ হাতেমতাই

পথের ধারে অচর্চিত বাগান।


তুমি আমার আর জনমের ভুল

নিগূঢ় টানে এলাম কাছাকাছি

অজ্ঞতাকে মাথার ভূষণ জেনে

আমি তখন বিষম ক্ষয়ের গ্রাসে --


এখন তোমার অন্য অভিমুখ

অনেক দূরের ভিন্ন ভিড়ের মাঝে

তবু হঠাৎ চলার পথে দেখা

থমকে থেমে পারস্পরিক জরিপ।


তুমি আমার অলঙ্ঘ্য এক বিধি

আমি ভগ্নহৃদয় হাতেমতাই

দু'হাত ভরে দিয়েছ যে দান

সে বৈভবে সংজ্ঞা পেল স্বরূপ।


আমি এখন বসন্ত বিলাসে

সাজাই একলা থাকার ছোট্ট বাগান

গোড়ার মাটি খুঁড়ে খুঁড়ে শিখি

বিস্তারিত শিকড় বিন্যাস...


শিকড় কি আর পরিচিতির খোলস

খসবে, আবার সাজবো অারেক সাজে

সকাল থেকে আকাশ জুড়ে তুমি

যখন আলোর মূর্তি হয়ে এলে?


আগমনীর সুরে মদির বাতাস 

শিরায় শিরায় সর্বনাশের নেশা

একলা পথের গভীর নির্জনতায়

রিক্ত স্বরূপ ভাঙাগড়ায় মাতি‌।


তুমি আমার অদ্বিতীয়া প্রেম

আমি তোমার আর জনমের ভুল

অবজ্ঞাকেই মাথার ভূষণ ভেবে

কথা সারি মধুর রসিকতায়...


যেখানে আজ তোমার অবস্থিতির

ভূমি জুড়ে শুকনো কথার প্লাবন

সেখান থেকে সরে আসাই শ্রেয়

গাছের কাছে, ফুল বাগিচার কাছে।


অজানাকে প্রণিধানে রেখে

মিশে যাবো সুদূর সীমারেখায়

তখন তুমি ফিরবে কি এই গাঁয়ে

অন্য রূপে অন্য সাজে সেজে?





আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_3.html


                  

                   

২টি মন্তব্য: