শুক্রবার, ৫ মার্চ, ২০২১

এ মাসের কবিতা।। মানবতাকে আকাশের মত লক্ষ্য দিও ... শঙ্কর তালুকদার।। Ankurisha।।E.Magazine।। Bengali poem in literature।

 




এ মাসের কবিতা 


মানবতাকে আকাশের মত লক্ষ্য দিও ...

শঙ্কর তালুকদার 


জীবনকে এমনি একটা লক্ষ্য দাও যেন তা আকাশের মতো উন্মুক্ত আঁধারে সুবিশাল, ও অতলান্ত হয় -

সকল শ্রান্ত বিভ্রান্ত পরশ্রীকাতরতাকেই যা কেবল  বাড়ায়ে দেয়,

যেন প্রোমোটরদের আকাঙ্খালোভী চাহিদায়, যাতে রয় শুধুই বিভ্রান্তিময়তা !

মসৃণ কাল প্রবাহে এই প্রযুক্তির বল্গাহীন ছুটে চলা উন্নতিতে, যেখানে নেই কোন বিহ্বলতা- 

সময়ের প্রান্তর ছুঁয়ে চেনা সরীসৃপের চলনের ই মতন,

যা পথে আসতে, ফেলে আসে সকল মানবিকতার বাঁধন!

সৃষ্টি যাকে সেই সৌরপথ ভোলা পৃথিবীর অনন্ত অভিশাপের মাঝেও বিকাশের স্পর্ধায়, 

ভালোবাসার যোগান দিয়ে আসা আলোর মত ই সাবলীলতা দিয়েছিল।

অমানিশার কালীমাও যাকে - তারকা খচিত গভীরতায় একাত্ম হতে দিয়েছে চিরকাল-

সেই কালের আলোর প্রান্তজুড়ে- কৃত্রিম বুদ্ধিমত্তাও যে আজ এক চঞ্চল ডানারই মতন,

সে অনুজ্জ্বল রাত্রির রাতচড়া পাখিনীর অবয়বে সমস্ত জৈবিক পিপাসায় অন্তরাত্মার সাথে সংযোগ হারিয়ে -

চাহিদার আগ্নেয়গিরির মত হয়েছে পাগল!

যা, উন্নতির শিখরে উঠতে, নিজেরই অজান্তে হাহাকারের দীর্ঘশ্বাস ছাড়ে কেবল—

আর আকাঙ্খার মতো প্রান্তের কল্পনায় আনে অন্তিম সময়ের আগল।

তাই জীবনকে এমনি একটা লক্ষ্য দিও- 

যেন তা, উন্মুক্ততার শিখর ছুঁয়ে, 

অসম্ভবের সমস্ত কালিমা মুছে, 

মানুষের জন্য কেবল ই সম্ভাবনা গড়ে তুলবে - 

যা শুধু অনন্ত জীবনেরই গল্প বলতে পারবে;

সভ্যতার সব আঁধার ডিঙিয়ে, অসীমতার  চূড়ান্ত সেই কালের মানব মন—

কেবল মানবতার সে অতলান্তে একাকার হয়ে বুঝি খুঁজে আনতে পারবে জীবন ।





আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_3.html

২টি মন্তব্য: