আজ স্মরণ
১৭৭৪- ইংরেজ কবি ও লেখক রবার্ট সাউথির জন্ম।
১৮৫২- মার্কিন যুক্তরাষ্ট্রের কবি ও লেখক কথারিন লি ব্যেটসের জন্ম।
১৮৬৬- নোবেল পুরষ্কার বিজয়ী স্প্যানিশ নাট্যকার জাকিন্টো বেনভেন্টের জন্ম।
১৮৭৭- কলকাতার কাছাকাছি আড়িয়াদহে মামার বাড়িতে বহুভাষাবিদ আচার্য হরিনাথ দে'র জন্ম।
১৮৮০- ইংরেজ কবি ও লেখক রাডসিলিক হলের জন্ম। ১৯০২- বিপ্লবী প্রবোধচন্দ্র গুপ্তের জন্ম।
১৯১৯- বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের জন্ম।
১৯৫৪- দেশভক্ত সুরেশচন্দ্র মজুমদারের মৃত্যু।
১৯৬০- ইন্দিরাদেবী চৌধুরাণীর মৃত্যু।
২০১১- ইংরেজ সাংবাদিক ও লেখক রবার্ট রবিনসনের মৃত্যু।
২০১২ - ভারতীয় ফটোগ্রাফার ও লেখক প্রবোধ দাশগুপ্তের মৃত্যু।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"অঙ্কুরীশা" এক সমৃদ্ধশালী পত্রিকা। সম্পাদক -বিমল মন্ডলের সৃজনশীলতা প্রশংসনীয়। আন্তরিক শুভকামনা জানাই। পত্রিকার আরও উন্নতি কামনা করি ।
উত্তরমুছুন